বিধি ও প্রবিধান

১. এক কপি পাসপোর্ট সাইজের ছবি
২. জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম সনদ
৩.প্রদেয় কোর্স ফি কোন ভাবেই ফেরতযোগ্য নয়। তবে যথাযথ কোন কারন বশত পূর্ব নির্ধারিত নির্দিষ্ট তারিখের পরবর্তী ১ মাসের মধ্যে যদি ক্লাস শুরু না হলে কোর্স ফি সম্পূর্ণরুপে ফেরত পাবেন। অফলাইনে কেউ ভর্তি হলে ব্যাচে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোন ভাবেই কোর্স শুরু হতে দেরী হওয়াতে কোর্স প্রত্যাহার করে প্রদেয় অর্থ ফেরত নেওয়ার সুযোগ নেই।
8.ভর্তির সর্বোচ্চ দুইমাসের মধ্যে সিডিউল অনুযায়ী ক্লাস শুরু করতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গন্য হবে।
৫. কোর্স চলাকালীন সময়ে শিক্ষার্থীর আচার ব্যবহার নিবিড় ভাবে পর্যবেক্ষন করা হবে। যদি কোন শিক্ষার্থী নিয়ম নীতি ও শৃঙ্খলা ভঙ্গ করে তবে ভিজঅ্যাক্সিস স্টুডিও কর্তৃপক্ষ সে শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিবে
৬. স্টুডেন্ট ফোরামে থাকা কালীন কোন মেয়ে সূস্টুডেনটকে ডিস্টার্ব করা বা হয়রানীমূলক কথাবার্তা বলা নিয়মনীতির অনেক বড় লঙ্গন। সুতরাং সবাইকে নিজস্ব সম্মান বজায় রেখে যোগাযোগ করার জন্য বিশেষভাবে বলা হল। অন্যথায় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিবে।
৭. পরপর তিনটি ক্লাসের কাজ জমা দিতে ব্যর্থ হলে পরবর্তী ক্লাসে অংশগ্রহন করার সুযোগ থাকবে না এবং সাময়িকভাবে ক্লাসের রিসোর্স এর একসেস বাতিল থাকবে। শর্ত সাপেক্ষে পরবর্তী ব্যাচের সাথে ক্লাসে অংশগ্রহন করতে হবে। অন্যথায় ভর্তি বাতিলও হতে পারে।
৮. পরপর ০৩ টি ক্লাস কর্তৃপক্ষকে না জানিয়ে যথাযথ কারণবশত অনুপস্থিত থাকলে আপনার ভর্তি সংয়ক্রিয়ভাবে বাতিল বলে গন্য হবে।
৯. ক্লাসের ভিডিও অনুমতি ব্যতিত অন্য কাউকে শেয়ার করা অত্যন্ত নিকৃষ্ট এবং হীনমন্যতার পরিচয় বলে গন্য হবে। এবং এরকম কিছু পাওয়া গেলে শৃংখলা ভঙ্গের দায়ে আপনার ভর্তি বাতিল হতে পারে।
১০. কোর্সের সকল কাজ ক্লাস শুরু থেকে মোট ৩ মাসের মধ্যে শেষ করতে হবে।